আমাদের দিগন্ত প্রতিবেদক
চট্টগ্রামের পটিয়া পৌরসভার ৮ নন্বর ওয়ার্ড দক্ষিণ গৌবিন্দার খীল এলাকার নজরুল ইসলাম শওকত এর পিতা নুর মোহাম্মদ গতকাল (শনিবার) পটিয়া প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে নূর মোহাম্মদ তার লিখিত বক্তব্যে জানান, নজু মিয়ার পুত্র খোরশেদ আলম কিশোর গ্যাং লিডার আদনান সাঈদকে নিয়ে নুর মোহাম্মদের দখলীয় ৩ শতক ভূমি গত ২০১৭ সালে দখলের চেষ্টা চালায়। এই নিয়ে মহিলা কাউন্সিলর ফেরদৌস বেগমের নিকট একটি অভিযোগ দায়ের হয়। উক্ত অভিযোগের ভিত্তিতে সালিশী বোর্ড গঠন করে ২০১৮ সালে একটি সালিশী রোয়েদাদ দেয়া হয়। উক্ত রোয়েদার বিষয়ে ভাগনি জামাতা আদালতের বহিষ্কৃত মুন্সির সহায়তায় চট্টগ্রাম জেলা জজ আদালতে সালিশী মিচ মামলা দায়ের করা হয়। উক্ত ভূমি খোরশেদ আলমের পরিবার বেদখলের চেষ্টা করলে ২০২২ সালে নুর মোহাম্মদ ৮২/২০২২ একটি মামলা দায়ের করে। উক্ত মামলায় স্থিতাবস্থা বজায়ের আদেশ আছে। এই আদেশকে উপেক্ষা করে ২০২৩ সালে জায়গা দখল করতে গেলে সংঘর্ষের ঘটনায় পটিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে সি,আর ৩৫৭/২৩ দায়ের করা হয়। এতে ক্ষুদ্ধ হয়ে খোরশেদ পরিবার আমাদের হুমকি দিলে থানায় জিডি করলে তা নন জি,আর মামলা রেকর্ড হয়। তাদের দায়েরকৃত অনেক মামলা খারিজ করে দিয়েছে।
নূর মোহাম্মদ বলেন তাদের দায়েরকৃত মামলাগুলো সত্যতা থাকায় আদালতে বিচারাধীন রয়েছে। এতে ক্ষুদ্ধ হয়ে খোরশেদ আলম ও তাদের ভাগনি জামাতা আদালতের বহিষ্কৃত মুন্সী আজাদ নুর মোহাম্মদের পুত্র নজরুল ইসলাম শওকত সহ তার পুত্র ভাজিতাগণের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। আজাদ একজন জাল দলিল লেখক তার বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে। খোরশেদ পরিবার এলাকার সন্ত্রাসী কার্যক্রমে লিপ্ত। তাদের মিথ্যা অভিযোগের কারণে নূর মোহাম্মদের পরিবার হয়রানির শিকার সহ জীবনের নিরাপত্তার হুমকির মুখে। তারা হয়রানির ব্যাপারে প্রশাসনের কাছে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন নুর মোহাম্মদের পরিবার।