ডেক্স নিউজ
রাষ্ট্রীয় সফরে আমেরিকায় রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরই মধ্যে তিনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক সেরেছেন। এ বৈঠকের আলোচনায় বাংলাদেশ ইস্যুও ছিল বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিস্রি।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, আমেরিকার স্থানীয় সময় শনিবার ডেলাওয়ার অঙ্গরাজ্যের উইলমিংটনে নিজের বাসভবনে নরেন্দ্র মোদিকে স্বাগত জানান জো বাইডেন। এরপর দুজনের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলাপ হয়। তাতে বাংলাদেশ ইস্যুও ছিল।
এর আগে গত মাসে বাইডেনের সঙ্গে ফোনালাপে বাংলাদেশ নিয়ে আলোচনা হওয়ার কথা জানান নরেন্দ্র মোদি। এক্সে এক পোস্টে তিনি বলেছিলেন, বাংলাদেশে দ্রুত স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা। পাশাপাশি বাংলাদেশে সংখ্যালঘু-বিশেষ করে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়।