হাটহাজারী পূজা পরিষদের আহ্বায়ক  কমিটি গঠন

চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় শারদীয় দুর্গাপূজায় সাংগঠনিক দায়িত্ব পালনের জন্য ২৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করে অনুমোদন দিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) রাতে চট্টগ্রাম জেলা শাখার সভাপতি এ্যাডভোকেট নিতাই প্রসাদ ঘোষ এবং সাধারণ সম্পাদক সুগ্রীব মজুমদার দোলন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ অনুমোদন দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে হাটহাজারী উপজেলা কমিটির আহবায়ক হিসেবে মাস্টার অশোক কুমার নাথ ও সদস্য সচিব হিসেবে উজ্জ্বল দত্ত’কে নির্বাচিত করা হয়।

এছাড়া যুগ্ম আহবায়ক সাংবাদিক বাবলু দাশ, টিটু শীল,টিটু তালুকদার, নয়ন চৌধুরী, বিজয় দত্ত, সুজন তালুকদার এবং সদস্য হিসেবে শ্রী শিমুল নাথ,শ্রী রাজীব সরকার, শ্রী উত্তম শীল, শ্রী সুদীপ নাথ, শ্রী প্রিয়াশীষ চক্রবর্তী, শ্রী ডা. বাসুদেব ধর, শ্রী প্রকাশ শীল, শ্রী জুয়েল দাশ, শ্রী অনিক দে, শ্রী রিপন নাথ

শ্রী সত্যজিৎ রায়, শ্রী বাবু মজুমদার, শ্রী অভি দাশ, শ্রী কৃষ্ণ বণিক, শ্রী সুভাষ নাথ, শ্রী ডা: রাসেল নন্দী ও শ্রী নাথুরাম ধর।

বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, আসন্ন শারদীয় দুর্গাপূজায় এ কমিটি সাংগঠনিক দায়িত্ব পালন করবে, পাশাপাশি শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন করার জন্য বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম জেলা শাখার নির্দেশনা অনুযায়ী যাবতীয় কার্যক্রম পরিচালনা করবে