রাজবাড়ীতে একটি দুর্গাপূজা মণ্ডপের ৫টি প্রতিমা ভাঙচুর

আমাদের দিগন্ত প্রতিবেদক

রাজবাড়ীতে একটি দুর্গাপূজা মণ্ডপের ৫টি প্রতিমা ভাঙচুর হয়েছে। মঙ্গলবার সকালে সজ্জনকান্দা জেলা সড়ক পরিবহন মালিক ঐক্য পরিষদ মন্দিরে এ ঘটনা ঘটে। এ সময় দুর্গা, কার্তিক, গণেশ, লক্ষ্মী ও সরস্বতী প্রতিমার বিভিন্ন অংশ ভাঙচুর করে দুর্বৃত্তরা।

খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করেছেন জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সেনাবাহিনীর কর্মকর্তারা। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা নিয়ে তদন্ত চলছে।

মন্দিরের আয়োজকদের একজন কুঞ্জন কান্তি সরকার বলেন, ‘অস্থায়ীভাবে মন্দির তৈরি করে রাজবাড়ী-ফরিদপুর আঞ্চলিক মহাসড়কের পাশে এই পূজা অনুষ্ঠিত হয়। মন্দিরের পেছনে বাস মালিক সমিতির কার্যালয়। রাতে মন্দিরে পাহারার ব্যবস্থা ছিল। সকালে পাহারাদার চলে যায়। বেলা ১১টার দিকে ডেকোরেটার শ্রমিক মন্দিরে সিসি ক্যামেরা লাগানো ও সাজসজ্জার কাজ করতে আসে। সে সময় ডেকোরেশন মিস্ত্রি লোকমান দেখে বিষয়টি জানালে সেখানে গিয়ে দেখি দুর্গা, কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী প্রতিমার বিভিন্ন অংশ ভাঙচুর করা হয়েছে।’