আমাদের দিগন্ত প্রতিবেদক
নেপালকে হারিয়ে টানা দ্বিতীয়বার সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে বাংলাদেশ নারী ফুটবল দল। সেই সাফজয়ী নারীদের সংবর্ধনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
শনিবার (২ নভেম্বর) সকাল ১১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সংবর্ধনার দেওয়া হয়।
সংবর্ধনা নিতে সকাল ১০টায় যমুনায় প্রবেশ করেন সাফ চ্যাম্পিয়নশিপ জিতে দেশে ফেরা নারী দলের সদস্যরা। দুইদিন আগে (বৃহস্পতিবার) দেশে ফিরলেও তাদের সংবর্ধনা দেওয়া হয়েছে আজ।
যমুনায় সাফজয়ী নারী দলের পক্ষ থেকে সকল খেলোয়াড়ের অটোগ্রাফ সংবলিত অধিনায়ক সাবিনা খাতুনের একটি জার্সি উপহার দেওয়া হয় প্রধান উপদেষ্টাকে। পরে নারী দলের সঙ্গে আনুষ্ঠানিক ফটোসেশন সারেন প্রধান উপদেষ্টা। উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও।