শেখ হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী,বলেছেন ট্রাম্প!

আমাদের দিগন্ত প্রতিবেদক

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে দাবি করা হয়েছে, সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, শেখ হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী। তবে, এ দাবি সঠিক নয় এবং ট্রাম্প এ ধরনের কোনো মন্তব্য করেননি। ফরাসি বার্তা সংস্থা এএফপি বিষয়টির সত্যতা যাচাই করে জানিয়েছে, ট্রাম্পের কোনো সাক্ষাৎকারে এমন বক্তব্য পাওয়া যায়নি।

এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে যে পোস্টটি ছড়িয়েছে, তাতে দাবি করা হয়, ট্রাম্প একটি পডকাস্ট সাক্ষাৎকারে বলেন, শেখ হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী। কিন্তু ওই সাক্ষাৎকারে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কোনো মন্তব্যই করেননি ট্রাম্প।

সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করা হয়েছে, ট্রাম্প বলেন, যেহেতু শেখ হাসিনা পদত্যাগ করেননি, তাই তিনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী। এই ধরনের দাবি ছড়িয়ে পড়ে দেশজুড়ে, যেখানে বাংলাদেশের রাজনীতি এবং শেখ হাসিনার পদত্যাগ নিয়ে নানা আলোচনা চলছে।