বোয়ালখালীতে আগুনে পু*ড়ে প্রায় ৫০ লাখ টাকার  ক্ষতি

রিমন মালাকার(প্রতিনিধি)

বোয়ালখালীতে মধ্যরাতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে সাতটি ঘর পুড়ে গেছে।গতকাল শুক্রবার  রাত ৩ টার দিকে সারোয়াতলী ইউনিয়নের বেঙ্গুরা ৩ নম্বর ওয়ার্ড খুইল্যা মিয়া চৌধুরী বাড়িতে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত পরিবাররা বলেন,রাত ৩ টার দিকে  আগুন লাগে।আমাদের প্রায় ৫০ লাখ টাকার  ক্ষতি হয়েছে। ঘরের আসবাব পত্র, টাকা স্বর্ণালংকারসহ সবকিছু পুড়ে গেছে। আমরা নিঃস্ব হয়ে গেছি।

আগুন লাগার পর স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত পরিবাররাগুলো হল মুছা চৌধুরী, কুলসুমা বেগম, ইউসুফ চৌধুরী, জাহেদুল আলম রাশেদ, মো. রাসেলমো. হোসেন,  মো. জাহাঙ্গীর আলম,  ইউসুফ চৌধুরীর ঘর পুড়ে যায়।

বোয়ালখালী ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন ইনচার্জ মো. সাইদুর রহমান বলেন, রাত সাড়ে তিনটার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দুটি ইউনিট প্রায় দুই ঘণ্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।