রিমন মালাকার(প্রতিনিধি)
বোয়ালখালীর সারোয়াতলীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা প্রদান করা হয়।
ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে চাল, কম্বল ও শিক্ষার্থীদের বইসহ শিক্ষা সামগ্রী তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার হিমাদ্রি খীসা।
তিনি বলেন বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশন তড়িৎ ব্যবস্থা গ্রহণ করায় ফায়ার সার্ভিস স্টেশনের সকল কর্মকর্তা-কর্মচারীকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ধন্যবাদ জানান।
এসময় উপস্থিত ছিলেন বোয়ালখালী আর্মি ক্যাম্পের কমান্ডার মেজর রাসেল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুজন কান্তি দাস, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সালমা ইসলাম।
উল্লেখ্য গত শুক্রবার বোয়ালখালীতে মধ্যরাতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে সাতটি ঘর পুড়ে গেছে।রাত ৩ টার দিকে সারোয়াতলী ইউনিয়নের বেঙ্গুরা ৩ নম্বর ওয়ার্ড খুইল্যা মিয়া চৌধুরী বাড়িতে এ ঘটনা ঘটে।