প্রতিনিধি: দূর্জয় বড়ুয়া (শান্ত)
ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে দীঘিনালা উপজেলার প্রশাসনের বিভিন্ন দপ্তর, আইনশৃঙ্খলা বাহিনী, রাজনৈতিক, এনজিও ও সামাজিক সংগঠনের বিভিন্নি পেশার ব্যক্তিবর্গ ও সর্বস্ত মহলের পক্ষে থেকে শহীদ মিনারের শ্রদ্ধা জানানো হয়েছে।
আজ ১৬ ই ডিসেম্বর (সোমবার) উপজেলা শহীদ মিনারে সূর্যদয়ের সাথে সাথে শহিদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছে, উপজেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, রেড ক্রিসেন্ট, রোভার স্কাউটস, সরকারি বিভিন্ন দপ্তর, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডো, বনবিভাগ, প্রাথমিক শিক্ষা পরিবার, উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়, দীঘিনালা প্রেসক্লাব, দুদক, জাতীয় রাজনৈতিক দল বিএনপি’ ও সহযোগী সংগঠন, পাহাড়ের আঞ্চলিক দল ইউপিডিএফ(গনতান্ত্রিক), পার্বত্য চট্টগ্রাম জনসংহতি ও সহযোগী সংগঠনসহ উপজেলার সর্বস্তরের মহলের শ্রদ্ধা নিবেদন করতে দেখা যায়। ফুল দিয়ে শ্রাদ্ধ জানানোর শেষে বিশেষ মোনাজাত করা হয় শহীদের আত্মার মাগফেরাত কামনায়।
এদিকে সকালে দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মামনুর রশীদের সভাপতিত্বে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে ফুল দেয়, উপজেলা প্রশাসন। একই সাথে ফুল দেয় দীঘিনালার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ জাকারিয়া, ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা পঙ্কজ বড়ুয়া, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কর্মকর্তা ডা: তনয় তালুকদার, দীঘিনালা প্রেসক্লাব সভাপতি মোঃ সোহেল রানা, সাধারণ সম্পাদক মোঃ আক্তার হোসেন। এর পরপরই বেলা বাড়ার সাথে সাথে ফুল দিতে আসে দীঘিনালা উপজেলা বিভিন্ন শ্রেনীর মানুষ।