আমাদের দিগন্ত প্রতিবেদক
নিঃস্বার্থ নবজীবন সংগঠন- NNS এর সাংবিধানিক নিয়মে গতকাল ২২শে ডিসেম্বর, কার্যকরী পরিষদ’২৪ মেয়াদ শেষ হওয়ায় সাংগঠনিক পরিধি বাড়ানোর নিমিত্তে কেন্দ্রীয় কমিটির পূর্ণ সমর্থনে মেয়াদান্ত কমিটি বিলুপ্ত ঘোষণার সহিত রুবেল দেব’কে সভাপতি ও নিউটন ঘোষ’কে সাধারণ সম্পাদক করে আগামী ১বছর এর জন্য ৩১ সদস্যবিশিষ্ট কার্যকরী পরিষদ’২৫ ইং অনুমোদন দেওয়া হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ সভাপতি রাহুল আচার্য্য, চন্দ্ররাজ আচার্য্য, উজ্জ্বল দে, যুগ্ম সাধারণ সম্পাদক ইমন চৌধুরী, সহ সাধারণ সম্পাদক রাতুল দাশগুপ্ত, নয়ন আচার্য্য তমাল, শিল্টন দত্ত, সাংগঠনিক সম্পাদক নয়ন ঘোষ, সহ সাংগঠনিক সম্পাদক বিজয় রুদ্র, বিজয় দাশ, অর্থ সম্পাদক টনি পাল, সহ অর্থ সম্পাদক উর্মি আচার্য্য, আকাশ কান্তি নমঃ, প্রান্ত দাশ, প্রচার সম্পাদক অনামিকা আচার্য্য, সহ প্রচার সম্পাদক বিনয় ধর, শংকর দাশ রনি, দোলন দে, দপ্তর সম্পাদক রিশু দাশ, উপ দপ্তর সম্পাদক নিশান দে, আইটি সম্পাদক সীমান্ত সরকার, সহ আইটি সম্পাদক সৈকত দাশ, মহিলা সম্পাদিকা প্রিয়া ঘোষ, সহ মহিলা সম্পাদিকা বীথি দাশ, কার্যকরী সদস্য আকাশ দাশ, নিশান চৌধুরী, অভিষেক চক্রবর্তী, অনামিকা দে, বাবু নন্দী।