দুর্জয় বড়ুয়া (দীঘিনালা প্রতিনিধি)
শীতের তীব্রতায় কাতর অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের মাঝে উষ্ণতা ছড়িয়ে দেওয়ার এক অনন্য উদাহরণ স্থাপন করেছে যুব রেড ক্রিসেন্ট দীঘিনালা উপজেলা দল। শনিবার (১২ জানুয়ারি ২০২৫) সকালে দীঘিনালা উপজেলা পরিষদ প্রাঙ্গণে শীতার্তদের মাঝে ১০০টি কম্বল বিতরণ করা হয়। উপজেলা প্রশাসন ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, খাগড়াছড়ি ইউনিটের যৌথ আয়োজনে এবং পাইলট প্রোগ্রামেটিক পার্টনারশিপ (পিপিপি)-এর সহায়তায় এই মানবিক উদ্যোগ বাস্তবায়িত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুনুর রশিদ। বিশেষ অতিথি ছিলেন দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাকারিয়া এবং খাগড়াছড়ি জেলা যুবদলের সহ-সভাপতি সোহরাব হোসেন। এছাড়া স্থানীয় সাংবাদিক এবং যুব রেড ক্রিসেন্টের সিনিয়র সদস্যরাও উপস্থিত ছিলেন। প্রধান অতিথি মামুনুর রশিদ বলেন, “শীতার্ত মানুষের জন্য এই ধরনের মানবিক কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি কেবল তাদের কষ্ট লাঘবই নয়, সমাজে সহমর্মিতা ও মানবিকতার উদাহরণ হিসেবে দৃষ্টান্ত স্থাপন করে।”
উপজেলা প্রশাসন এবং রেড ক্রিসেন্ট সোসাইটি উভয়েই ৫০টি করে কম্বল সরবরাহ করে। বিতরণ কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করেন যুব রেড ক্রিসেন্টের সদস্যরা। তাদের চেষ্টায় হতদরিদ্র ও শীতার্ত মানুষদের মাঝে এক টুকরো স্বস্তি এনে দেওয়া সম্ভব হয়েছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি মোঃ জাকারিয়া যুব রেড ক্রিসেন্টের এমন মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, “এই ধরনের উদ্যোগ আমাদের সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে।”
স্থানীয় বাসিন্দারা এবং উপকারভোগীরা এই কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেছেন। তারা জানিয়েছেন, শীতের কঠিন সময়ে এমন উদ্যোগ তাদের অনেকটা স্বস্তি দিয়েছে। শীতার্তদের মাঝে উষ্ণতা ছড়ানোর এই উদ্যোগ শুধু সাহায্যের একটি দৃষ্টান্ত নয়, বরং এটি মানবিক মূল্যবোধের প্রতীক। যুব রেড ক্রিসেন্টের এমন কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।