জামালপুরে সরিষাবাড়ীতে এনআরবিসি ব্যাংকের ২৪৯তম উপ-শাখার উদ্বোধন

জামালপুর প্রতিনিধি

জামালপুরের সরিষাবাড়ী পৌরসভার আরামনগর বাজারে তালুকদার প্লাজায় এনআরবিসি ব্যাংকের ২৪৯তম উপ-শাখার ব্যাংকিং কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

রবিবার (১২ জানুয়ারি) প্রধান অতিথি হিসেবে উপ-শাখাটির উদ্বোধন করেন সরিষাবাড়ী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম।

ময়মনসিংহ ও নেত্রকোনা অঞ্চলের এনআরবিসি ব্যাংকের এভিপি ও এরিয়া ইনচার্জ নাহিদুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন আরামনগর বাজার বণিক সমিতির সভাপতি সাইফুল ইসলাম রনজু, থানার এসআই সাইফুল ইসলাম, ব্যবসায়ী আব্দুল মালেক, জামালপুর, শেরপুর ও টাঙ্গাইল জেলার এরিয়া ইনচার্জ মাহাদী হাসান, পূর্বধলা শাখার প্রধান আল আমিন, সাংবাদিক মমিনুল ইসলাম কিসমত, ভিপি শহিদুল্লাহ এবং আরামনগর বাজার উপ-শাখার ইনচার্জ মামুনুর রশিদ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নেত্রকোনা উপ-শাখার ইনচার্জ সুমন পাল। এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিশিষ্ট ব্যবসায়ী এবং সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এনআরবিসি ব্যাংক বর্তমানে ১০৯টি শাখা, ২৪৯টি উপ-শাখা এবং ৭৫০টিরও বেশি পয়েন্টের মাধ্যমে সেবা প্রদান করছে। এ লক্ষ্যেই আরামনগর বাজারে নতুন উপ-শাখা চালু করে ব্যাংকটি উন্নত সেবার মাধ্যমে নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে যাচ্ছে।