দীঘিনালা প্রতিনিধি : দূর্জয় বড়ুয়া
খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলায় পাহাড় কাটার অভিযোগে এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযুক্ত ব্যক্তির নাম কৃতি রঞ্জন ত্রিপুরা। সে বোয়ালখালী ইউপির মায়াফা পাড়ার বাসিন্দা। অভিযুক্ত ব্যক্তি ঐ পাহাড়ের মালিক।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার মায়াফা পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে এ জরিমানা করা হয়। কৃতি রঞ্জন ত্রিপুরা স্থানীয় একটি সিন্ডিকেটের কাছে পাহাড়ের মাটি কেটে বিক্রি করে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা ২০১০– এর ১৫ ধারায় এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয় কৃতি রঞ্জন ত্রিপুরাকে। উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষে ভ্রাম্যমাণ আদালতের প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন এসআই মোজাম্মেল হক। এসময় উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা এবং সঙ্গীয় পুলিশ ফোর্স উপস্থিত ছিলেন।
দীঘিনালা নির্বাহী কর্মকর্তা মো. মামুনুর রশীদ বলেন, ‘অবৈধভাবে পাহাড় কাটার অভিযোগে এক ব্যক্তিকে ১ লাখ টাকা অর্থদণ্ড ও অনাদায়ে ১ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’