চট্টগ্রাম জলাবদ্ধতা নিরসনে বিশেষ দায়িত্ব চার উপদেষ্টার

আমাদের দিগন্ত প্রতিবেদক

চট্টগ্রাম নগরীর দীর্ঘদিনের সমস্যা জলাবদ্ধতার স্থায়ী সমাধান খুঁজতে চার উপদেষ্টাকে বিশেষ দায়িত্ব দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টারা এ বিষয়ে পদক্ষেপ নিতে আগামী রোববার (১৯ জানুয়ারি) চট্টগ্রামে যাবেন।

দায়িত্বপ্রাপ্ত চার উপদেষ্টা হলেন- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম বীর প্রতীক ও গৃহায়ন ও গণপূর্ত আদিলুর রহমান খান।

সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, দায়িত্বপ্রাপ্ত চার উপদেষ্টা চট্টগ্রামে গিয়ে অংশীজনদের সঙ্গে বৈঠক করবেন। পাশাপাশি জলাবদ্ধতা নিয়ে চলমান বিভিন্ন প্রকল্প পরিদর্শন করবেন। এ ছাড়া জলাবদ্ধতা কেন হচ্ছে, জলাবদ্ধতা সমস্যা স্থায়ীভাবে নিরসনে করণীয় কী হতে পারে, কী কী প্রকল্প নিলে জলাবদ্ধতা রোধ করা যাবে এসব বিষয়ে মতামত নেবেন।