সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের সরিষাবাড়ীতে জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের নৃশংস হামলায় একজন নিহত এবং দুইজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (১৭ জানুয়ারি) সকাল ১১টা ৩০ মিনিটে সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের তারাকান্দি গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ১৩ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল মৃত সানোয়ার হোসেন তোতার ছেলে আসাদুজ্জামান আপেল এবং তার চাচাতো ভাই আতাউর রহমান বিপুলের পরিবারের মধ্যে। শুক্রবার সকালে এ বিরোধ চরমে পৌঁছালে আসাদুজ্জামান আপেল এবং তার সঙ্গে থাকা ভাড়াটে সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বিপুলের পরিবারের ওপর হামলা চালায়।
হামলায় বিপুলের হাত-পা কেটে শরীর থেকে বিচ্ছিন্ন করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে সরিষাবাড়ী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এছাড়া, তার স্ত্রী মুক্তা বেগম (৩৫) এবং মা আসমা বেগমকেও হাত-পায়ের রগকাটা অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রতিবেশী বাবু মিয়া জানান, আপেল এবং তার সহযোগীদের এই অতর্কিত হামলায় বিপুলের স্ত্রী ও মাকেও নৃশংসভাবে আঘাত করা হয়। হামলায় ব্যবহৃত ধারালো অস্ত্রের আঘাতে মুক্তা বেগম এবং আসমা বেগমের অবস্থা আশঙ্কাজনক।
সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) চাঁদা মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত চলছে। অপরাধীদের গ্রেফতারে অভিযান পরিচালনা করা হচ্ছে।
এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দ্রুত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।