আমাদের দিগন্ত প্রতিবেদক
এক প্রতিষ্ঠান থেকেই মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেলেন ৫৩ শিক্ষার্থী। নীলফামারীর সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের শিক্ষার্থী তারা। প্রতিবছর এ কলেজ থেকে অসংখ্য শিক্ষার্থী মেডিকেল, বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পান।
এ বছর যারা মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন তারা হলেন- ঢাকা মেডিকেল কলেজে ফাহিম ও সুমাইয়া শারমিন। রংপুর মেডিকেল কলেজে সৌরভ, মণিষা, খাদিজা, সাদিকুল, পর্শিয়া, রেজওয়ানা, জোবাদুর ও মুয়াজ আলম। রাজশাহী মেডিকেল কলেজে সুমাইয়া, তারিন, প্রজ্ঞা, রাইসা, ফজলে রাব্বি ও রুশো। নীলফামারী মেডিকেল কলেজে মিম, কিবতিয়া ও নাফিস ফুয়াদ। দিনাজপুর মেডিকেল কলেজে তুশিন, কণা, ঋতু, মারিয়া, মুনতাহা ও সায়েমুজ্জামান। সিরাজগঞ্জ মেডিকেল কলেজে মেধা ও অংকন। বগুড়া মেডিকেল কলেজে আশা, জুথি, জেরিন ও নখবাত তাবাসসুম রাইয়ান।