দীঘিনালাতে বসতবাড়িতে বানর বন্দি,উদ্ধার করলেন বন বিভাগ

দীঘিনালা প্রতিনিধি: দূর্জয় বড়ুয়া

দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের কাউন্সিল নামক এলাকা থেকে রেসাস প্রজাতির বানর উদ্ধার করলেন বন বিভাগ এবং স্নেক রেসকিউ টিম বাংলাদেশ।

২২/০১/২০২৫ ইং রোজ বুধবার দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের কাউন্সিল নামক এলাকার মো: শাহা আলম পালনের উদ্দেশ্য বানরটিকে আটকে রাখে।স্নেক রেসকিউ টিম বাংলাদেশ এর দীঘিনালা প্রতিনিধি খবর পেয়ে বন বিভাগ কে অবগত করলে ,বন বিভাগের মেরুং রেঞ্জ কর্মকর্তা জনাব মো: নজরুল এবং তার সহকর্মীদের সহযোগীতা নিয়ে ২২ শে জানুয়ারি আনুমানিক ৭.৩০ মিনিটের দিকে বানরটি উদ্ধার করা হয়, ঐ একই এলাকার নুরুল হক ভূইয়ার বাড়ি থেকে।

বানরটি উদ্ধারের দিন দুপুরে পালিয়ে শাহাআলমের বাড়ি থেকে নুরুল হক ভূইয়ার বড়িতে ওঠে বলে জানান নুরুল হকের পরিবার।
বনবিভাগ নুরুল হক ভূইয়া র পরিবার কে বন্য প্রাণী আইন ২০১২ সম্পর্কে অবগত করলে তারা সেচ্ছায় বানরটি বনবিভাগকে হস্তান্তর করেন।
রেঞ্জ কর্মকর্তা জনাব মো: নজরুল ইসলাম বলেন বর্তমানে নির্বিচারে বন উজার করার কারনে এদের খাবার ও বাসস্থান এর সংকটের কারণে বন্যপ্রাণী লোকালয়ে চলে আসে এবং এই সুযোগ কাজে লাগাচ্ছে এক দল অসাধু লোক। তাই আমাদের সকলকে সচেতন করতে হবে। বর্তমানে বানরটিকে বাইরের পরিবেশে বাঁচার উপযোগী করে তারপর বনে অবমুক্ত করা হবে বলে জানান তিনি।