আমাদের দিগন্ত প্রতিবেদক
সিটি নিউজ,আমিরাত : সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশ কমিউনিটির আয়োজনে কাল শুক্রবার (২৪ জানুয়ারি) স্থানীয় সময় সন্ধ্যায় আজমান উইমেন এসোসিয়েশন হলে সিআইপি সম্মাননা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে থাকছেন ইউএ’ই আজমান প্রদেশের রাজ পরিবারের সদস্য শেখ মোহাম্মদ সাইদ রাশেদ হুমাইদ আলনুঈমি।
অনুষ্ঠানের আয়োজক কমিটির সভাপতি দুবাইস্থ বাংলাদেশ সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব ইয়াকুব সৈনিক ও প্রধান সমন্বয়ক কমিউনিটি নেতা প্রকৌশলী মোহাম্মদ সালাউদ্দিন কাছ থেকে অনুষ্ঠান সম্পর্কে জানতে চাইলে দুজনেই বলেন নতুন বাংলাদেশ ধারনা নিয়ে আমিরাত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার লক্ষ্যে যারা দেশের অর্থনীতিতে অবদান রেখেছেন ২০২৪-২০২৫ সালের ব্যবসায়ী গুরুত্বপূর্ণ ব্যক্তি ও রেমিটেন্সযোদ্ধাদের মূল্যায়নে অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে।