দীঘিনালা আল- হুদা মহিলা মাদ্রাসায় সেনাবাহিনীর পক্ষ থেকে কম্বল বিতরন

 

দীঘিনালা প্রতিনিধি : দূর্জয় বড়ুয়া
খাগড়াছড়ি জেলা দীঘিনালা
উপজেলায় মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টায় উপজেলার বোয়ালখালী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের পশ্চিম থানাপাড়া শিবির এলাকার আল-হুদা মহিলা মাদ্রাসা ও এতিমখানা মাঠে এ শীতবস্ত্র বিতরণ করেন ৪ই বেবী টাইগার্স দীঘিনালা সেনা জোনের অধিনায়ক লেঃ কর্নেল ওমর ফারুক (পিএসসি)।

শীতবস্ত্র বিতরণকালে জোন অধিনায়ক লেঃ কর্নেল ওমর ফারুক বলেন, পাহাড়ি এলাকায় তুলনামূলক বেশি সুবিধাবঞ্চিত মানুষ রয়েছে। সীমাবদ্ধতার মধ্যে থেকে দীঘিনালা সেনা জোনের নিয়ন্ত্রিত এলাকার এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের শীত কষ্ট নিবারণের উদ্দেশ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

জোন অধিনায়ক আরো বলেন, সেনাবাহিনী সব সময় দেশ ও মানুষের কল্যাণে কাজ করে।ভবিষ্যতেও এ কাজের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

শীতবস্ত্র বিতরণকালে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তা, বোয়ালখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা, সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির উপদেষ্টা মাসুদ রানা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন সহ স্থানীয় ইউপি মেম্বার ও গণমাধ্যম কর্মীরা।

সেনাবাহিনী পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর শীতের কষ্ট নিবারণের উদ্দেশ্যে শীত মৌসুমে দুর্গম জনপদে চাহিদার ভিত্তিতে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালনা করছে।