আমাদের দিগন্ত প্রতিবেদক
চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি ১ এর নিয়মিত মাসিক বোর্ড সভা আজ ২২ জুন,শনিবার,সকাল ১১ টায় পটিয়াস্থ সমিতি কার্যালয় এ সমিতির সহ-সভাপতি অনুপমা বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় সমিতির মাসিক প্রতিবেদন উপস্থাপন করেন সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার প্রকৌশলী দিলীপ কুমার চৌধুরী। বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক আব্দুচ ছোবাহান, কোষাধ্যক্ষ কামাল উদ্দিন,সাবেক সভাপতি এস এম আশরাফ উদ্দিন কাজল, সাবেক সভাপতি দিদারুল হক চৌধুরী, সাবেক সহ-সভাপতি মোঃ খালেদ চৌধুরী বাহাদুর, সাবেক সাধারণ সম্পাদক হেফাজ উদ্দিন সিকদার টিপু, ইনসানা নাসরিন চৌধুরী, সাবেক কোষাধ্যক্ষ কোহিনুর আক্তার, পরিচালক নাজিম উদ্দিন চৌধুরী, বেলাল মোঃ সাইফুদ্দিন, মোহাম্মদ সেলিম উদ্দিন, নির্বাহী প্রকৌশলী, বিভিন্ন উপজেলার ডিজিএমবৃন্দ ও সমিতির এজিএম বৃন্দ। সভায় ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত বিদ্যুতের লাইন সমূহ জীবনের ঝুঁকি নিয়ে মেরামত করে দ্রুততম সময়ে বিদ্যুৎ সরবরাহ করায় মাঠ পর্যায়ের কর্মকর্তা কর্মচারীদের ধন্যবাদ জ্ঞাপন করা হয়।সভায় দ্রুততম সময়ের মধ্যে সিস্টেম লস কমানো এবং ভুতুড়ে বিল কমানোর তাগিদ দেওয়া হয়। এ ব্যাপারে প্রত্যেক উপজেলার ডিজিএমগণকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানানো হয়। সভায় গ্রাহক ভোগান্তি দূর করার লক্ষ্যে কার্যকর ভাবে গ্রাহক সেবা নিশ্চিত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। অবৈধ সংযোগ বিচ্ছিন্ন পূর্বক অবৈধ সংযোগ গ্রহণকারীকে আইনের আওতায় নিয়ে আসার সিদ্ধান্ত গ্রহন করা হয়। জুন মাসের মধ্যে সমস্ত বকেয়া পরিশোধ না করলে সংযোগ বিচ্ছিন্ন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয় ।