প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৭, ২০২৫, ২:২১ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৭, ২০২৪, ১০:৫৪ অপরাহ্ণ
৭০ লাখ টাকার স্বর্ণসহ আট*ক অভিনেত্রী

আমাদের দিগন্ত প্রতিবেদক
চট্টগ্রাম মহানগরীর শাহ আমানত বিমানবন্দরে অবৈধভাবে আনা প্রায় ৭০ লাখ টাকার স্বর্ণসহ ২ বিমান যাত্রীকে আটক করে পুলিশ।
শনিবার (৭ ডিসেম্বর)সাকলা ৯টার দিকে BG148 ফ্লাইটে দুবাই থেকে বিমানবন্দরে এসে ধরা পড়ে এ ২ যাত্রী।
আটককৃতরা হলেন, চট্টগ্রাম রাউজান এলাকার মোহাম্মদ রায়হান এবং ঢাকা মিরপুর এলাকার অনামিকা জুথী।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোঃ ইব্রাহীম খলিল জানান,গোপন সংবাদের ভিত্তিতে BG148 ফ্লাইটে দুবাই থেকে আসা দুই যাত্রীকে ৬৮ লাখ ৯৬ হাজার ৪৬২ মূল্যের ২২ ক্যারেট স্বর্ণালংকারসহ গ্রেপ্তার করা হয়েছে।
তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল।
Copyright © 2025 আমাদের দিগন্ত. All rights reserved.