আমাদের দিগন্ত প্রতিবেদক
লোভ -লালসা,ত্যাগী মনোভাব নিয়ে, মহাপ্রভু যেভাবে রাস্তায় নেমে গিয়েছে,হরি নাম নিয়ে শুধুমাত্র , আমাদের কলুষিত মনকে শান্ত করতে,মাদক মুক্ত পূজা -পার্বন, ও অন্ধকারে নিমজ্জিত জীবকে উদ্ধারের জন্য আজকের এই দিনে মহাপ্রভুর আর্বিভাব হয়েছিলেন। প্রধান অতিথি বক্তব্য বাংলাদেশ গীতা শিক্ষা পরিষদ চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক উজ্জ্বল শুক্ল দাশ উপরোক্ত মন্তব্য গুলো করেন।
গত শুক্রবার ৫৪০ তম শুভ আর্বিভাব দিবস উপলক্ষে ঐতিহ্য বাহী শাকপুরা রাস ধামে বাংলাদেশ চৈতন্য চরিতামৃত সংঘ আয়োজিত বেশ কয়েকটি গীতা শিক্ষালয় এর শির্ক্ষাথীদের নিয়ে গীতা পাঠ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী,সাংস্কৃতিক অনুষ্ঠান,মহাপ্রসাদ বিতরন সহ , চৈতন্য চরিতামৃত বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ গীতা শিক্ষা পরিষদ -বাগীশিপ চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক উজ্জ্বল শুক্ল দাশ, উদ্বোধক ছিলেন রাস বিহারী ব্রহ্মচারী ,প্রধান বক্তা ছিলেন বাগীশিপ বোয়ালখালী উপজেলার সভাপতি পোপন দাশ, বাগীশিপ বোয়ালখালী উপজেলার উপদেষ্টা প্রধান শিক্ষক গীতানুরাগী সিমলা সেন গুপ্ত,অর্থ সম্পাদক দীবাংকুর সেন বাগীশিপ মহানগর কমিটি সংগঠক সৌরভ ভট্টাচার্য ,শাকপুরা ইউনিয়ন সভাপতি অধীর দাশ, রুবেল চৌধুরী, পুষ্প বনিক, অর্ক রায়,প্রমুখ।পরিশেষে প্রতিযোগীদের মধ্যে পুরস্কার তুলে দেওয়া হয়।