অভি পাল
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার ৮ নম্বর পৌর এলাকার দক্ষিণ গাছবাড়িয়া পালপাড়ায় আজ পালিত হচ্ছে শুভ মহাষ্টমী। শারদীয় আবহ আর ভক্তির স্পন্দনে মুখরিত হয়ে উঠেছে পুরো এলাকা। সার্বজনীন শ্রী শ্রী বাসন্তী পূজাকে কেন্দ্র করে মণ্ডপজুড়ে সৃষ্টি হয়েছে এক অপরূপ ধর্মীয় ও সাংস্কৃতিক পরিবেশ।
পূজার আয়োজন করেছে সার্বজনীন শ্রী শ্রী বাসন্তী পূজা উদ্যাপন পরিষদ। সভাপতি পংকজ কান্তি পাল এবং সাধারণ সম্পাদক শিবু পাল ও মিল্টন পাল-এর নেতৃত্বে প্রতিটি আয়োজনই যেন ছুঁয়ে যাচ্ছে ভক্ত-দর্শনার্থীদের হৃদয়।
আজ সকালে অনুষ্ঠিত হয়েছে মহাষ্টমীর পূজা ও অঞ্জলি প্রদান, যেখানে শত শত ভক্ত মায়ের চরণে অর্ঘ্য নিবেদন করেন। মণ্ডপজুড়ে ঢাকের বোল, শঙ্খধ্বনি আর উলুধ্বনিতে সৃষ্টি হয় অপার্থিব এক পরিবেশ।
সন্ধ্যায় অনুষ্ঠিত হচ্ছে মহা সন্ধ্যা আরতি। ছোট ছোট শিশুদের দেবীর রূপে সাজিয়ে তোলা, এবং মাতৃরূপে তাঁদের পূজার এই পর্বে ভক্তরা যেন আবেগে আপ্লুত হয়ে পড়েন।
আলোকসজ্জায় ঝলমলে মণ্ডপ, প্রার্থনার দীপ্তি আর ভক্তসমাগম—সব মিলিয়ে দক্ষিণ গাছবাড়িয়ার বাসন্তী পূজা পরিণত হয়েছে এক মহোৎসবে।
স্থানীয় বাসিন্দাদের কেউ কেউ বলছেন, “এই পূজা শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি আমাদের সংস্কৃতি, ঐতিহ্য আর ঐক্যের প্রতীক।”