রিমন মালাকার (প্রতিনিধি)
১৫ এপ্রিল ২০২৫ রোজ মঙ্গলবার যুব রেড ক্রিসেন্ট সোসাইটি, বোয়ালখালী উপজেলা টিমের উদ্যেগে ১নং কধুরখীল ইউনিয়নের ৪নং ওয়ার্ড এর শীল বাড়িতে নানা রোগ সম্পর্কে ধারণা এবং এর চিকিৎসা নিয়ে একটি উঠান বৈঠক এর আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন অত্র ওয়ার্ড এর ইউপি সদস্য জনাব মামুন মিয়াজী এবং যুব রেড ক্রিসেন্ট সোসাইটি বোয়ালখালী উপজেলার দলনেতা জনাব আরিফ মাহমুদ আদিফ। অনুষ্ঠানের শুরুতে তিনি বলেন সুস্বাস্থ্য সেই ছায়া, যা সূর্যের মতো জীবনকে আলোকিত করে। নানা ধরনের জটিল রোগ-ব্যধি থেকে নিস্তার সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন যুব রেড ক্রিসেন্ট সোসাইটি, বোয়ালখালী উপজেলা টিমের সাংগঠনিক এবং নিয়োগ বিভাগের প্রধান শেখ সৌরভ উদ্দীন জিসান, দুর্যোগ ও মানবিক সারা বিভাগের প্রধান মেহেদী হাসান , যুব সদস্য রাফিউল করিম, বিজয় বিশ্বাস, আব্দুর রহিম।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বোয়ালখালি উপজেলা ইউনিটের দলনেতা আরিফ মাহমুদ আদিফকে তাদের এই মানবতার কাজ সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি উত্তরে জানান, আমরা রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবকরা বিগত বছরগুলো থেকে শুরু করে এই পর্যন্ত মানুষের বিভিন্ন বিপদ আপদে পাশে থাকার চেষ্টা করেছি। আমাদের স্বেচ্ছাসেবকরা বিপদ আপদ উপেক্ষা করে বিভিন্ন ভাবে মানুষকে সহায়তা করার মাধ্যমে তাদের মূল্যবান সময়গুলো মানবতার কাজে ব্যয় করছে।