অভি পাল:-বাংলাদেশ সনাতন পার্টি (বিএসপি) চট্টগ্রাম জেলা শাখার পূর্ণাঙ্গ ৩৫ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন পেয়েছে কেন্দ্রীয় কমিটি থেকে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন নারায়ন মজুমদার, সাধারণ সম্পাদক হয়েছেন অ্যাডভোকেট সঞ্জয় চক্রবর্ত্তী এবং অর্থ ও দপ্তর সম্পাদক হয়েছেন শ্রী নয়ন বিশ্বাংগ্রী।
নবনির্বাচিত সভাপতি নারায়ন মজুমদার বলেন,,"চট্টগ্রামের সনাতন সমাজের জন্য এটি একটি ঐতিহাসিক মুহূর্ত। এই দায়িত্বকে আমি শুধুমাত্র একটি পদ হিসেবে দেখছি না, এটি একটি পবিত্র ব্রত। সনাতন ধর্মের মূলনীতি, মানবিকতা, এবং সমাজসেবার মাধ্যমে আমি আমাদের সংগঠনকে আরো শক্তিশালী করতে প্রতিজ্ঞাবদ্ধ। পরমেশ্বর ভগবানের আশীর্বাদে আমরা একসাথে সঠিক পথ অনুসরণ করে সমাজের কল্যাণে কাজ করব। চট্টগ্রামের প্রতিটি সনাতনীকে একত্রিত করে আমরা শক্তিশালী একটি প্ল্যাটফর্ম গড়ে তুলব, যা শুধু সনাতন সমাজের নয়, বাংলাদেশের সামগ্রিক উন্নয়নের জন্যও ইতিবাচক প্রভাব ফেলবে।"
সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সঞ্জয় চক্রবর্ত্তী বলেন,"বাংলাদেশ সনাতন পার্টি শুধুমাত্র একটি রাজনৈতিক দল নয়, এটি একটি সামাজিক এবং ধর্মীয় আন্দোলন। আমাদের এই কমিটি চট্টগ্রাম শহর এবং সমগ্র দেশে সনাতন ধর্মের মূল্যবোধ, ঐতিহ্য এবং সংস্কৃতির পুনরুজ্জীবন ঘটাতে দৃঢ় প্রতিজ্ঞ। আমরা সকলেই একে অপরের সহযোগিতায় বিশ্বাসী এবং একতার শক্তি থেকেই আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাব। চট্টগ্রামের সনাতন সমাজের সকল স্তরের মানুষের জন্য কাজ করাই আমাদের মূল উদ্দেশ্য। আমাদের দৃষ্টি শুধু একদিকে—ধর্মীয় স্বাধীনতা, সামাজিক ন্যায় ও মানবিক অধিকার নিশ্চিত করা। আমরা এই পথেই কাজ করে যাব, যাতে ভবিষ্যতে সনাতন ধর্মের অনুপ্রেরণা আরও বেশি মানুষের কাছে পৌঁছায়।"
কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ হলেন:সিনিয়র সহ-সভাপতি : শ্রী রূপক কান্তি দেবনাথ,সহ-সভাপতি : শ্রী গৌরাঙ্গ প্রসাদ দে,যুগ্ম সাধারণ সম্পাদক : শ্রী অজয় ভট্টাচার্য,সহ-সাধারণ সম্পাদক : শ্রী গোপাল তালুকদার,অর্থ ও দপ্তর সম্পাদক : শ্রী নয়ন বিশ্বাংগ্রী,সহ-অর্থ সম্পাদক : শ্রী সাগর দাশ,সাংগঠনিক সম্পাদক : শ্রী শ্যামল ভট্টাচার্য,সহ-সাংগঠনিক সম্পাদক : শ্রী শাকন দে,তথ্য ও প্রচার সম্পাদক : শ্রী শুভ ভট্টাচার্য,সহ-তথ্য ও প্রচার সম্পাদক : শ্রী মিলন বৈদ্য,শিক্ষা বিষয়ক সম্পাদক : শ্রী উৎপল দে,সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক : শ্রী রূপন সুশীল,সাংস্কৃতিক ও প্রকাশনা বিষয়ক সম্পাদক : শ্রী নটন দেবরায়,সমাজকল্যাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক : শ্রী পলাশ কান্তি দেব,সহ-সমাজকল্যাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক : শ্রী রাসেল দে,ক্রীড়া বিষয়ক সম্পাদক : শ্রী সুমন মহাজন প্রমুখ
চট্টগ্রামবাসী আশা করছেন—নতুন কমিটি সঠিক নেতৃত্বের মাধ্যমে সনাতন ধর্মের খ্যাতি ও সম্মান বৃদ্ধি করবে, এবং সনাতন সম্প্রদায়কে ঐক্যবদ্ধ করবে।