মহানগর প্রতিনিধি:
চোখধাঁধানো এক মুহূর্তের সাক্ষী হলো চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল।
নাহিদা আকতার রিক্তা নামের এক মা স্বাভাবিক প্রসবেই জন্ম দিলেন একসঙ্গে পাঁচটি শিশু—দুজন ছেলে ও তিনজন মেয়ে।
গত বৃহস্পতিবার দুপুরে চমেক হাসপাতালের ৩২ নম্বর ওয়ার্ডে ঘটে এই অনন্য ঘটনা। পুরো হাসপাতাল যেন কয়েক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গিয়েছিল বিস্ময়ে আর আবেগে!
তবে, এই আনন্দের উৎসবের ভেতরেও লুকিয়ে আছে একরাশ উদ্বেগ।
চিকিৎসকরা জানাচ্ছেন, পাঁচটি শিশুরই জন্মের সময় ওজন ছিল কম। চারজনের অবস্থা আশঙ্কাজনক, কেবল একজনের ওজন তুলনামূলক ভালো—১ কেজি ৫০ গ্রাম। বাকি চারজনের ওজন এক কেজিরও নিচে।
আর এই খবর পেয়ে, সময়ের বাঁধা ভেঙে সুদূর দুবাই থেকে উড়ে এসেছেন শিশুদের বাবা আশরাফুল আলম।
পাঁচ বছর আগে পাওয়া একমাত্র কন্যা সন্তানের পর এক লাফে পাঁচটি নতুন প্রাণের আগমন—কি বলবেন, ভাগ্য না বিস্ময়?
তবে, এত আনন্দের মধ্যেও তার চোখেমুখে লুকিয়ে আছে দুশ্চিন্তার ছায়া। কারণ, প্রতিটি শিশুর সুস্থতা এখন সময়ের সাথে পাল্লা দিয়ে লড়াই করছে।