দূর্জয় বড়ুয়া, দীঘিনালা প্রতিনিধি
“এই উপজেলার মানুষের ভালোবাসা আমি কোনোদিন ভুলবো না। আপনারা আমার জন্য দোয়া করবেন, যেন দেশের জন্য আরও ভালো কিছু করতে পারি।”
— এভাবেই বিদায় মুহূর্তে দীঘিনালাবাসীর উদ্দেশ্যে হৃদয়ের গভীর থেকে কথাগুলো বললেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মামুনুর রশীদ।
পদোন্নতি পেয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি), মৌলভীবাজার হিসেবে বদলি হয়েছেন মোঃ মামুনুর রশীদ। তাকে বিদায় জানাতে দীঘিনালা উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত হয় এক আবেগঘন সংবর্ধনা অনুষ্ঠান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া।
উপস্থিত ছিলেন সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, যুব রেড ক্রিসেন্ট সদস্য এবং সমাজের বিভিন্ন স্তরের প্রতিনিধি।
বক্তারা বলেন,
“মামুনুর রশীদ শুধু একজন প্রশাসক ছিলেন না— তিনি ছিলেন দীঘিনালার মানুষের আপনজন। তিনি দায়িত্ব পালন করেছেন সততা, নিষ্ঠা আর ভালোবাসা দিয়ে।”
অনেকেই তার সময়কালের কথা স্মরণ করে আবেগাপ্লুত হয়ে পড়েন।
কেউ বললেন, “উনি ছিলেন অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রতীক।”
আর কেউ বললেন, “উনার মতো ইউএনও আর আসবে কি না, জানি না।”
অনুষ্ঠান শেষে ইউএনও’র হাতে ফুল, ক্রেস্ট ও শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়।
বিদায়ের সময় অনেকেই চোখের পানি লুকাতে পারেননি।