দূর্জয় বুড়ুয়া (প্রতিনিধি)
“সীমান্ত সুরক্ষা শুধু বিজিবির একার দায়িত্ব নয়—এটা আমাদের সবার সম্মিলিত দায়িত্ব”– এমন সচেতনতামূলক বক্তব্যের মাধ্যমে সভার সূচনা করেন বাবুছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি) এর সুবেদার মেজর মোঃ কামরুল ইসলাম।
সোমবার সকাল ১০টা ৪০ মিনিট থেকে ১১টা ১০ মিনিট পর্যন্ত ধনপাতাছড়া প্রাইমারি স্কুল প্রাঙ্গণে বিজিবির আয়োজনে অনুষ্ঠিত হয় একটি জনসচেতনতা মূলক সভা। স্থানীয় জনসাধারণকে সীমান্তবর্তী এলাকায় সংঘটিত অপরাধ সম্পর্কে সচেতন করতে এ সভার আয়োজন করা হয়।
সভায় মূলত মাদকদ্রব্য চোরাচালান প্রতিরোধ, নারী ও শিশু পাচার, মানব পাচার রোধ, অবৈধ অনুপ্রবেশ ও পুশ-ইন ইস্যুতে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়াও বর্তমান সময়ে সীমান্ত এলাকায় বসবাসরত নাগরিকদের সতর্কতা অবলম্বনের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
সভায় উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, হেডম্যান, কারবারি, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দসহ সাধারণ জনগণ।
বক্তারা বলেন, সীমান্তে কোনো সন্দেহজনক চলাফেরা বা অপরাধমূলক তৎপরতা চোখে পড়লে তাৎক্ষণিকভাবে বিজিবিকে অবহিত করা জরুরি। এ সময় বিজিবির পক্ষ থেকে সকলের সহযোগিতা কামনা করা হয়।
সভা শেষে স্থানীয়রা এমন উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।