অভি পাল:চট্টগ্রামের প্রাণকেন্দ্র আন্দরকিল্লায় চলমান সড়ক উন্নয়নের নামে হচ্ছে কোটি কোটি টাকার অপচয়—এমনই অভিযোগ তুলছেন স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা।পুরাতন টাইলস তুলে বারবার নতুন টাইলস বসানোর নামে চলছে “উন্নয়ন” নাটক। সাধারণ মানুষ বলছে, এটা কোনো টেকসই উন্নয়ন নয়, বরং পরিকল্পিত দুর্নীতি।
স্থানীয়দের অভিযোগ, কিছুদিন পরপর পুরাতন টাইলস তুলে ঠিক একই জায়গায় নতুন টাইলস বসানো হচ্ছে। অথচ আগের টাইলসগুলো ছিল ভালো অবস্থায়। সবচেয়ে দুঃখজনক হলো—নতুন যেসব টাইলস বসানো হচ্ছে, সেগুলোর গুণগত মান নিয়েও রয়েছে প্রশ্ন।
নতুন টাইলস বসানোর কাজও হচ্ছে এমনভাবে, যেন এক-দেড় বছরের মধ্যে সেগুলোও উঠে যায় সহজে—আবারও নতুন প্রকল্প নেয়া যায়!
এই কাজকে স্থানীয়রা বলছেন “১০ নম্বরী উন্নয়ন”, যার পেছনে মূল উদ্দেশ্য হলো জনগণের ট্যাক্সের টাকা লুটপাট করা।
একজন দোকানদার ক্ষোভ প্রকাশ করে বলেন— "এই রাস্তায় গত তিন বছরে দুই তিনবার টাইলস পাল্টানো হলো! উন্নয়ন না ডাকাতি?"
এ নিয়ে সচেতন মহলের প্রশ্ন, কবে বন্ধ হবে এমন লুটপাট আর লোকদেখানো কাজ? জনগণের কষ্টার্জিত টাকার অপচয়ের দায় কে নেবে?