রিমন মালাকার :“জনগণের ভোগান্তি কমাতে হলে কেবল বাজেট ঘোষণা নয়, তার সঠিক বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। জনগণের অংশগ্রহণ ছাড়া কোনো উন্নয়নই টেকসই হতে পারে না। আমাদের উচিত জনগণের পরামর্শকে গুরুত্ব দিয়ে সেবা খাতকে অগ্রাধিকার দেওয়া।”
— এমন মন্তব্য করেছেন বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রহমত উল্লাহ।
৩০ জুন (সোমবার) বোয়ালখালী পৌরসভা কার্যালয়ে অনুষ্ঠিত বাজেট ঘোষণার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে বাজেট বাস্তবায়নের ওপর জোর দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা। তিনি আনুষ্ঠানিকভাবে ২০২৫-২৬ অর্থবছরের জন্য ২৮ কোটি টাকার বাজেট ঘোষণা করেন।
বাজেট ঘোষণাকে ঘিরে আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ার, উপজেলা প্রকৌশলী রেজাউল করিম, সমাজসেবা কর্মকর্তা দেলোয়ার হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা মো. মামুন, উপজেলা শিক্ষা কর্মকর্তা হারুনুর রশীদসহ পৌর সহায়ক কমিটির সদস্যরা।
নাগরিক সমাজের প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির সভাপতি ও বোয়ালখালী প্রেসক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি অধীর বড়ুয়া, প্রেসক্লাব সভাপতি মো. সিরাজুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট সেলিম চৌধুরী, সাধারণ সম্পাদক ইয়াছিন চৌধুরী এবং সাংবাদিক শাহ আলম বাবলু।
পৌরসভার প্রশাসনিক পর্যায়ে উপস্থিত ছিলেন নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, সহকারী প্রকৌশলী মৃণাল কান্তি ধর, উপসহকারী প্রকৌশলী মো. কামরুজ্জামান, সাইফুদ্দীন ও হিসাবরক্ষক মজিবুর রহমানসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।
সভা শেষে পৌর প্রশাসক বলেন, “এই বাজেট শুধুমাত্র আয়-ব্যয়ের হিসাব নয়, এটি হলো এলাকার মানুষের উন্নয়ন ও কল্যাণের পথনকশা। আমরা চাই জনগণের প্রত্যাশা পূরণে যেন একটি কার্যকর, সেবামুখী ও মানবিক পৌর প্রশাসন গড়ে তুলতে পারি।”