বাঁশখালী প্রতিনিধি :বাঁশখালীর নাপোড়ায় খুব শিগগিরই প্রতিষ্ঠিত হতে যাচ্ছে একটি আধুনিক সরকারি টেকনিক্যাল কলেজ, যা শুধু শিক্ষার ক্ষেত্রেই নয়, পুরো অঞ্চলের সামাজিক ও অর্থনৈতিক পরিবর্তনের দিশা দেখাবে। দেশের ১০০ উপজেলায় টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপনের মহাকাজের অংশ হিসেবে নাপোড়া এলাকা বেছে নেওয়া হয়েছে এক নতুন শিক্ষার উজ্জ্বল স্বপ্ন রোপণের জন্য।
এই কলেজ স্থাপনের মাধ্যমে এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হতে যাচ্ছে। এখন থেকে তরুণ-তরুণীরা দূরের শহরে যাতায়াত না করে বাড়ির কাছেই উচ্চমানের কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষা অর্জন করতে পারবে। এতে শিক্ষার সম্ভাবনা বর্ধিত হবে, পাশাপাশি কর্মসংস্থানের সুযোগও ব্যাপক বৃদ্ধি পাবে।
স্থানীয়রা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “এটি আমাদের এলাকার জন্য এক বিশাল উপহার। এখানকার যুবসমাজের জন্য এটি নতুন পথের সূচনা, যার মাধ্যমে তারা দেশের সঙ্গে প্রতিযোগিতায় এগিয়ে যেতে পারবে।”
শিক্ষা অধিদফতরের এক কর্মকর্তা জানান, নাপোড়ায় দ্রুত সময়ের মধ্যে কলেজের নির্মাণকাজ শুরু হবে এবং আধুনিক ল্যাব, প্রশিক্ষণকেন্দ্রসহ সর্বাধুনিক সুযোগ-সুবিধা দিয়ে শিক্ষার্থীদের উচ্চমানের কারিগরি শিক্ষা প্রদান নিশ্চিত করা হবে।
এই কলেজ থেকে শিক্ষার্থীরা ইলেকট্রনিক্স, কম্পিউটার, মেকানিক্যাল, সিভিল ইঞ্জিনিয়ারিংসহ বিভিন্ন কারিগরি বিষয়ে প্রশিক্ষণ নেবে। এর ফলে তারা দেশের শিল্পক্ষেত্র, প্রযুক্তি ও সার্ভিস সেক্টরে দক্ষ ও আত্মনির্ভরশীল হিসেবে প্রবেশ করবে।
বিশেষজ্ঞরা মনে করছেন, নাপোড়ায় এই সরকারি টেকনিক্যাল কলেজ স্থাপন দেশের ডিজিটাল ও কারিগরি শিক্ষায় বিশেষ অগ্রগতি আনার একটি মাইলফলক। এটি শুধু শিক্ষার্থীদের জন্য নয়, সমগ্র বাঁশখালী জেলার অর্থনীতির জন্যও একটি বড় সুবিধা বয়ে আনবে।