অভি পাল:চট্টগ্রামের অক্সিজেন মোড়ে দেশের প্রথম সাত পথের মাল্টি-লুপ ফ্লাইওভার নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (CDA)। এ প্রকল্প বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে প্রায় ২ হাজার ২০০ কোটি টাকা।
নগরীর অন্যতম ব্যস্ত এবং গুরুত্বপূর্ণ এই মোড়টিতে প্রতিদিন হাজারো যানবাহনের চাপ পড়ে। মুরাদপুর, হাটহাজারী, বায়েজিদ, খুলশী, কুয়াইশ, রাউজান ও নগরের কেন্দ্র থেকে আসা সড়কগুলো এখানে মিলিত হওয়ায় প্রায়শই সৃষ্টি হয় দীর্ঘ যানজট। নাগরিক ভোগান্তি কমাতে ও নগর যোগাযোগব্যবস্থা ঢেলে সাজাতে এই বৃহৎ প্রকল্প হাতে নিয়েছে সিডিএ।
প্রস্তাবিত ফ্লাইওভারটি হবে মাল্টিলেভেল এবং সাতটি র্যাম্পসহ আধুনিক কাঠামোর। এটি দেশের প্রথম এমন কোনো ফ্লাইওভার হতে যাচ্ছে, যার প্রত্যেকটি সংযোগ পথ থাকবে পৃথক লুপের মাধ্যমে। এর ফলে ট্রাফিক সিগনাল ছাড়াই এক রুট থেকে অন্য রুটে দ্রুত প্রবাহ নিশ্চিত করা যাবে।
পাশাপাশি বায়েজিদ-কুয়াইশ সড়কটিকে ৪ লেন থেকে ৬ লেনে উন্নীত করার পরিকল্পনাও রয়েছে একই প্রকল্পের আওতায়। প্রকল্পটির প্রাথমিক ডিজাইন ও সম্ভাব্যতা যাচাইয়ের কাজ চলছে।
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান বলেন,
“এটি শুধু চট্টগ্রামের নয়, পুরো দেশের জন্য একটি মাইলফলক প্রকল্প হতে যাচ্ছে। অক্সিজেন মোড় চট্টগ্রামের উত্তর ও পূর্বাঞ্চলের প্রধান প্রবেশদ্বার। এই ফ্লাইওভার চালু হলে বন্দরনগরীর উত্তরাঞ্চল, পার্বত্য জেলা ও নগরকেন্দ্রের মধ্যে সরাসরি, নির্বিঘ্ন যোগাযোগ গড়ে উঠবে।”
শুধু যানজটই নয়, প্রকল্প বাস্তবায়নের ফলে নগরীর অর্থনীতিতেও গতি আসবে বলে মনে করছেন নগর পরিকল্পনাবিদরা। একাধিক পথবিশিষ্ট এই অবকাঠামো নগর চট্টগ্রামের আধুনিকায়নের পথ আরও সুগম করবে।