দুর্জয় বড়ুয়া :খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালা উপজেলায় ব্যাটারিচালিত একটি অটোগাড়ি উল্টে গিয়ে এক যাত্রী নিহত হয়েছেন এবং চালক গুরুতর আহত হয়েছেন।
দুর্ঘটনাটি ঘটে আজ বুধবার (১৬ জুলাই ২০২৫) সকাল আনুমানিক ১০টা ১৫ মিনিটে বাবুছড়া ইউনিয়নের সোনামিয়া টিলা এলাকায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলতলী থেকে বাবুছড়াগামী একটি ব্যাটারিচালিত অটোগাড়ি টিলা থেকে নিচে নামার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ঘটনাস্থলেই মারা যান রামরতন কার্বারী পাড়ার বাসিন্দা, ৪৫ বছর বয়সী দেবরঞ্জন ত্রিপুরা। তিনি স্থানীয় ০২ নম্বর বোয়ালখালী ইউনিয়নের ০১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং মণীন্দ্র ত্রিপুরার পুত্র।
গাড়ির চালক, দক্ষিণ মিলনপুর এলাকার মোঃ আক্তার হোসেন (৪৫), পিতা মোয়াজ্জেম হোসেন, দুর্ঘটনায় গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বাবুছড়া পুলিশ ফাঁড়ির একটি দল প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করেছে।
ঘটনাটি এলাকায় শোকের ছায়া ফেলেছে। সড়কে নিরাপত্তা এবং গাড়িচালকদের দক্ষতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।