দুর্জয় বড়ুয়া :সাজেক সড়কের নন্দ্ররাম এলাকায় ভয়াবহ পাহাড় ধসের ঘটনায় আটকা পড়েছেন সাড়ে চার শতাধিক পর্যটক। বুধবার গভীর রাতে টানা ভারী বর্ষণের ফলে তিনটি স্থানে পাহাড় ধসে পড়লে ভোর থেকেই সড়কে যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ হয়ে পড়ে।
সকাল হতেই ধসে পড়া মাটি সরাতে কাজ শুরু করে সেনাবাহিনী, বিজিবি, ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দারা। সরেজমিনে দেখা যায়, ধ্বংসস্তুপের নিচে সড়ক ঢেকে যাওয়ায় উভয় পাশ থেকে যান চলাচল বন্ধ হয়ে যায়, ফলে সাজেকে অবস্থানরত পর্যটকদের মধ্যে উদ্বেগ দেখা দেয়।
সাজেক ইউনিয়ন পরিষদের সচিব বিশ্বজিৎ চক্রবর্তী ফাল্গুন জানান,“রাতে ভারী বর্ষণে পাহাড় ধসে পড়ে সড়ক বন্ধ হয়ে গেছে। এতে সাজেকে যাওয়া-আসার সব ধরনের পরিবহন চলাচল বন্ধ রয়েছে।”
দীঘিনালা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা পংকজ কুমার বড়ুয়া বলেন,“খবর পেয়ে আমরা সকালেই ঘটনাস্থলে পৌঁছাই। ধসে পড়া মাটি ও গাছপালা সরাতে নিরলসভাবে কাজ করে যাচ্ছি।”
বাঘাইহাট জোনের জোন অধিনায়ক লে. কর্নেল মাসুদ রানা জানান,“পাহাড় ধসের কারণে সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। যৌথভাবে উদ্ধার কাজ চলছে। বিকেল সাড়ে ৩টার মধ্যে সড়ক সচল করার চেষ্টা করছি।”
স্থানীয়দের মতে, বর্ষা মৌসুমে এই অঞ্চলে পাহাড় ধস একটি নিয়মিত দুর্যোগে পরিণত হয়েছে। প্রতি বছরই এমন ঘটনায় ভ্রমণকারী ও স্থানীয়রা ভোগান্তির শিকার হন।