অভি পাল:-“ধর্ম মানে কেবল পূজা-আর্চনা নয়, অসহায় মানুষের পাশে দাঁড়ানোও এক মহান ধর্ম। আমাদের সংগঠন সনাতন শুভ সংঘ মঞ্চ সেই মানবধর্মের পথেই চলছে।”
-এভাবেই মানবিক দায়িত্ববোধের কথা তুলে ধরেন মঞ্চের এক সদস্য, ক্যান্সার আক্রান্ত এক মেয়ের চিকিৎসায় সহায়তা প্রদানের সময়।
গত ২২ জুলাই ২০২৫, মঙ্গলবার, ক্যান্সারে আক্রান্ত এক অসহায় মেয়েকে চিকিৎসা সহায়তা প্রদান করে সনাতন শুভ সংঘ মঞ্চ, বাংলাদেশ। সংগঠনের পক্ষ থেকে এই সহায়তা তুলে দেওয়া হয় মানবিক দায়িত্ববোধ ও সনাতনী চেতনাকে ধারণ করে। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের অন্যতম দুই শুভ সারথি অজিত ধর ও মুকুন্দরাম দাস, যাঁরা বলেন—"মানবিক কাজই প্রকৃত পূণ্য। সমাজে অসহায় মানুষের মুখে হাসি ফোটানো আমাদের নৈতিক দায়িত্ব।"
সনাতন শুভ সংঘ মঞ্চ শুধু একটি সংগঠন নয়, এটি একটি মানবতার প্ল্যাটফর্ম। সমাজের দুঃস্থ, অবহেলিত ও বিপন্ন মানুষদের পাশে দাঁড়ানোই এ সংগঠনের মূল লক্ষ্য। মানবিকতা ও সনাতনী মূল্যবোধকে একত্র করে এই সংগঠন ভবিষ্যতেও দেশজুড়ে অসহায় মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে।