আসিক,পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের পটিয়ায় ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে মো. কামাল উদ্দিন (৪৩) নামে একজন ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ জুলাই) রাত ১১টার দিকে পটিয়া পৌরসভার একটি এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত কামাল উদ্দিন উপজেলার কচুয়াই ইউনিয়নের দক্ষিণ শ্রীমাই এলাকার বাসিন্দা এবং মৃত নুর আহম্মদের পুত্র।
পটিয়া থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) যুযুৎসু যশ চাকমা বলেন, “সম্প্রতি পটিয়ায় একটি ছাত্র আন্দোলনে হামলার অভিযোগ ওঠে। তদন্তে কামাল উদ্দিনের সংশ্লিষ্টতার প্রমাণ মেলে। এরপরই তাকে গ্রেফতার করা হয়।” তিনি আরও জানান, শুক্রবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হবে।
এলাকাবাসীর ভাষ্য মতে, কামাল উদ্দিন দীর্ঘদিন ধরে রাজনৈতিকভাবে প্রভাবশালী কিছু নেতার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। সাবেক হুইপ সামশুল হক চৌধুরী, বর্তমান সংসদ সদস্য মোতাহেরুল ইসলাম চৌধুরী ও উপজেলা যুবলীগ নেতা জসিম উদ্দিনের আস্থাভাজন হিসেবে তিনি এলাকায় পরিচিত ছিলেন।