অভি পাল:“মানবতার ঊর্ধ্বে কোনো পরিচয় নেই—সবচেয়ে বড় পরিচয় আমরা মানুষ। যারা দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন, তারা যেন শান্তিতে থাকেন এবং আহতরা দ্রুত সুস্থ হয়ে ওঠেন—এই শুভকামনাই আমাদের প্রার্থনায় ছিল।” শুক্রবার বিকাল ৪:৩০টায় রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে এই বক্তব্যের মাধ্যমে শুরু হয় বাংলাদেশ হিন্দু পরিষদ কেন্দ্রীয় কমিটি ও শ্রী শ্রী মাধ্ধ গৌড়ীয় মঠ, নারিন্দা, ঢাকা-এর যৌথ উদ্যোগে আয়োজিত প্রার্থনা সভা।
সভায় উপস্থিত ছিলেন — পদ্মনাভ মহারাজ, হরিদাস ব্রহ্মচারী, নিশিকান্ত ব্রহ্মচারী, মন্দিরের সাধারণ সম্পাদক উৎপল রায়, বাংলাদেশ হিন্দু পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি দীপংকর শিকদার দীপু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুমন কুমার রায়, প্রধান সমন্বয়ক অনুপ কুমার দত্ত, মুখপাত্র সাজন কুমার মিশ্র, সহসভাপতি অ্যাডভোকেট গৌরাঙ্গ দাস, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট সঞ্জয় কুমার দে দুর্জয়, অ্যাডভোকেট বাসুদেব গুহ, উজ্জ্বল কর্মকার, বিশ্বজিৎ, টনি দাস, সবুজ বৈরাগী, বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের প্রতিনিধি প্রসেনজিৎ হালদার এবং সাজেন কৃষ্ণ বল প্রমুখ।
বক্তারা বলেন, এমন একটি দুর্ঘটনা গোটা জাতিকে কাঁদায়, ব্যথিত করে। শোক যেন কেবল ব্যক্তিগত নয়, বরং সামষ্টিক এক অনুভব। এই প্রার্থনা সভা শুধু শ্রদ্ধা জানানো নয়, বরং আগামী দিনের জন্য মানবিকতার দীপ্ত বার্তা বহন করে। অনুষ্ঠানের শেষ পর্বে মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে নিহতদের আত্মার চিরশান্তি কামনা করা হয়। শান্ত পরিবেশে অনুষ্ঠিত এই সভা ছিল শোক, সহমর্মিতা ও সৌহার্দ্যের এক অনন্য উদাহরণ।