দুর্জয় বড়ুয়া “জুলাই-আগস্টের ঐতিহাসিক ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান আজও আমাদের প্রেরণার উৎস। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে আমরা একতাবদ্ধ”—মঙ্গলবার দীঘিনালায় আয়োজিত এক সমাবেশে এভাবেই বক্তব্য দেন বিএনপি নেতারা। বক্তারা বলেন, অবিলম্বে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আয়োজন করতে হবে।
গণ-অভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে খাগড়াছড়ির দীঘিনালায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ-সহযোগী সংগঠনসমূহ বিজয় র্যালি ও আনন্দ মিছিলের আয়োজন করে। বিকেল ৩টায় দীঘিনালা সরকার ডিগ্রি কলেজের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে বোয়ালখালী গরু বাজার এলাকা প্রদক্ষিণ করে পুনরায় কলেজ চত্বরে গিয়ে শেষ হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির উপদেষ্টা মোহাম্মদ মাসুদ রানা। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ শফিকুল ইসলাম, সহ-সভাপতি নুরুল ইসলাম ও মোঃ আব্দুর রহিম, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, সহ-ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ আনোয়ার, উপজেলা যুবদলের আহ্বায়ক মোতালেব হোসেন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওসমান গনি ও সদস্য সচিব মনজু মিয়া।
র্যালি শেষে কলেজের নিচে এক সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ শফিকুল ইসলাম। সমাবেশে নেতারা আরও বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের এই আন্দোলন হবে শান্তিপূর্ণ, সাংগঠনিক এবং জনগণের অংশগ্রহণমূলক—যা শেষ পর্যন্ত বিজয়ের পথ দেখাবে।