দীঘিনালা প্রতিনিধি: দূর্জয় বড়ুয়া।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলায় নানা আয়োজনে উদযাপিত হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় দীঘিনালা কলেজ চত্বরে উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অনিমেষ চাকমা (রিংকু)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক বেদারুল ইসলাম এবং দীঘিনালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি মো. শফিকুল ইসলাম।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের গণতন্ত্র আজ হুমকির মুখে। জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে, বিরোধী মতের ওপর চলছে দমন-পীড়ন। জন্মলগ্ন থেকেই বিএনপি মানুষের অধিকার, স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য লড়াই করে আসছে, আগামীতেও সেই সংগ্রাম অব্যাহত থাকবে।
বক্তারা আরও বলেন, খাগড়াছড়ি-দীঘিনালার মাটিতে বিএনপির নেতাকর্মীরা দীর্ঘ ১৭ বছর ধরে নানা নির্যাতন, হামলা ও গুমের শিকার হলেও পিছু হটেনি। বরং এসব দমননীতি তাদের আন্দোলনকে আরও শক্তিশালী করেছে। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোনো ষড়যন্ত্রে তারা নত হবে না। গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
বক্তারা এসময় উল্লেখ করেন, বিএনপি নেতাকর্মীরা খাগড়াছড়ি আসনের সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়াকে আবারও সংসদে দেখতে চায়। জনগণের প্রত্যাশা ও আস্থা নিয়ে বিএনপিই হবে আগামী নির্বাচনে বিজয়ী দল।
আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র্যালি কলেজ চত্বর প্রদক্ষিণ করে।