দুর্জয় বড়ুয়া:-“মাদকদ্রব্য সমাজ ধ্বংস করে, চোরাচালান দেশকে ক্ষতিগ্রস্ত করে আর নারী-শিশু পাচার মানবতার বিরুদ্ধে ভয়াবহ অপরাধ। এগুলো প্রতিরোধে সবাইকে সতর্ক ও ঐক্যবদ্ধ হতে হবে”— জনসচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন ৭ বিজিবির নাঃসুবেঃ মোঃ আব্দুল মজিদ।
২২ আগস্ট ২০২৫ইং শুক্রবার সকাল ১০টা ৩০ মিনিট থেকে ১১টা পর্যন্ত খাগড়াছড়ির দিঘীনালা উপজেলার বাবুছড়া নতুন বাজার এলাকায় বাবুছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি)-এর উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় মাদক সেবনের কুফল, চোরাচালান প্রতিরোধ, নারী ও শিশু পাচার রোধ, পুশ-ইন পরিস্থিতি এবং আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বলেন, নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলতে প্রত্যেকের নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন জরুরি।
এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, হেডম্যান, কারবারি সহ আনুমানিক ৪০ থেকে ৫০ জন সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবিকে সহযোগিতা করার অনুরোধ জানানো হয়।