সুব্রত দাশ প্রতিনিধি :
চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলা সংলগ্ন মেধস মুনি আশ্রমে রবিবার ২১ সেপ্টেম্বর সকাল ৮ টায় নগরীর আন্দরকিল্লা চত্বর হতে পূণ্যার্থীদের সঙ্গে নিয়ে বোয়াখালী উপজেলার মেধস মুনি আশ্রমে উদ্দেশ্যে রওনা হয়। সকাল ৯টায় শুরু হয় চণ্ডীযজ্ঞ ও মাতৃপূজার মধ্য দিয়ে আশ্রমের মহালয়ার শুভ সূচনা হয়।
শুভ শক্তি সেচ্ছাসেবী ফাউন্ডেশন ( এসএসএসএফ ) চট্টগ্রাম বিভাগীয় টিম কর্তৃক আয়োজিত আসন্ন শারদীয় দুর্গা পূজা উপলক্ষে মহালয়ার পূন্য তিথীতে ফ্রি মেডিকেল ক্যাম্প ও শরবত বিতরণ কর্মসূচি।
এই সময় পায়েল দেবনাথ এর নেতৃত্বে যা যা কর্মসূচি পালন করা হয়। বিনামূল্যে সর্বত বিতরণ। বিনামূল্য ব্লাড সুগার টেস্ট। বিনামূল্যে ব্লাড প্রেসার টেস্ট কর্মসূচি পালন করা হয়।
এই সময় আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় টিম থেকে
শুভ দেব নাথ, মিটন দেব নাথ, উত্তম দাশ, নিলয় মল্লিক, শান্ত মজুমদার, আদিত্য দাশ, অর্ণব দাশ, জয় দাশ, সজীব দাশ সহ প্রমুখ।