চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি নির্বাচিত চকরিয়ার কৃতি সন্তান মিরাজ উদ্দিন

চবি প্রতিনিধি :ছাত্রদল শুধু একটি সংগঠনের নাম নয়—এটি আদর্শিক সংগ্রামের শাণিত প্রতিজ্ঞা, গণতান্ত্রিক অধিকার

আদায়ের স্থির বিশ্বাস।এই ছাত্রদল জন্ম নিয়েছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ থেকে, স্বৈরাচারের বিরুদ্ধে উচ্চকণ্ঠ হওয়ার সাহস থেকে।যেখানে অবরুদ্ধ অধিকার, সেখানে ছাত্রদল—যেখানে নিপীড়িত স্বর, সেখানে ছাত্রদল—যেখানে গণতন্ত্রের শিকড় দুর্বল হয়, সেখানে প্রথম প্রতিরোধের কণ্ঠস্বরও ছাত্রদল।
আমরা বিশ্বাস করি—শিক্ষার্থীর অধিকার মানেই জাতির ভবিষ্যতের অধিকার।আর সেই অধিকার রক্ষার যুদ্ধে ছাত্রদলই সবচেয়ে অগ্রভাগের নির্ভীক শক্তি।”
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটিতে সহ সভাপতি হিসেবে মনোনীত হয়ে এমনটা প্রতিক্রিয়া ব্যক্ত করেন চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের গোবিন্দপুর পশ্চিম পাড়ার কৃতি সন্তান মিরাজ উদ্দিন।

নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আলাউদ্দিন মহসীন এবং সাধারণ সম্পাদক হিসেবে আছেন আব্দুল্লাহ আল নোমান।
চকরিয়ার সন্তান মিরাজ উদ্দিন এ গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত হওয়ায় এলাকায় আনন্দের বন্যা বইছে। স্থানীয়রা তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন এবং ভবিষ্যতে আরও সাফল্যের জন্য দোয়া করেছেন।

তিনি আরো বলেন “২০১৭ সালে যখন আমি ছাত্রদলের রাজনীতিতে যুক্ত হই, তখন একজন সাধারণ শিক্ষার্থী হিসেবেই স্বপ্ন দেখেছিলাম—গণতান্ত্রিক অধিকার, সুষ্ঠু শিক্ষা পরিবেশ, ছাত্রস্বার্থ ও আদর্শিক নেতৃত্বের পথে নিজেকে নিবেদিত রাখবো। আজকের এই স্বীকৃতি সেই দীর্ঘদিনের নিষ্ঠা, ত্যাগ ও বিশ্বাসের ফল। আমি কৃতজ্ঞ কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ভাই এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির ভাইয়ের প্রতি—যারা আমার ওপর আস্থা ও ভরসা রেখেছেন। একইসঙ্গে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র নেতৃবৃন্দ ও সহযোদ্ধাদের ভালোবাসা আমাকে আরও দৃঢ় করেছে।”