
অভি পাল:হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি দীপক পালিত বলেছেন, “ধর্মীয় উৎসব আমাদের আধ্যাত্মিক চেতনা জাগ্রত করে, ভবিষ্যৎ প্রজন্মকে নৈতিকতা ও সনাতনী মূল্যবোধে উদ্বুদ্ধ করে। সম্তোষী মায়ের এই বাৎসরিক উৎসব সেই ধারারই একটি গর্বিত উদাহরণ।” তিনি আয়োজকদের ধন্যবাদ জানান এবং আগামীতেও এ আয়োজন অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।
গত ৩০ ও ৩১ অক্টোবর বোয়ালখালীর বিদগ্রামস্থ ঝর্ণা নিবাসে সম্তোষী মায়ের দুই দিনব্যাপী বাৎসরিক উৎসব অনুষ্ঠিত হয়। ঝর্ণা নিবাসের স্বত্বাধিকারী বিজয় কৃষ্ণ দাশের পরিবার — বিপ্লব দাশ, পলাশ দাশ ও রুবেল দাশের পৃষ্ঠপোষকতায় এই উৎসবের আয়োজন করা হয়।
উৎসবের প্রথম দিনে বাগীশিপের অনুপ্রেরণায় গীতা স্কুলসমূহের শিক্ষার্থীরা শতকণ্ঠে গীতা পাঠ, গীতিনাট্য, নৃত্যনাট্যসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন। পরে অংশগ্রহণকারীদের পরিচিতি সভা ও সম্মাননা প্রদান করা হয়।
দ্বিতীয় দিনে চণ্ডীপাঠ, গীতাপাঠ, নারিকেল ভাঙা ও যজ্ঞানুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন বাগীশিপ কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক শিপুল কুমার দে, জেলা পূজা পরিষদের সাংগঠনিক সম্পাদক রিমন মূহুরী, চাকসু নির্বাচনের নবনির্বাচিত নেত্রী পূর্ণিমা রাধে, বাংলাদেশ গীতা শিক্ষা পরিষদ চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক উজ্জ্বল শুক্ল দাশসহ মহানগর ও উপজেলা কমিটির নেতৃবৃন্দ।
অতিথিরা বলেন, এ আয়োজন ধর্মীয় চেতনা, সাংস্কৃতিক চর্চা ও যুবসমাজকে সনাতনী ধারার সঙ্গে যুক্ত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।





