
অভি পাল :“আমার প্রতি দলের এই আস্থা কোনো ব্যক্তির সুপারিশ নয়, বরং আমার নিষ্ঠা, মেধা ও আদর্শিক কাজের স্বীকৃতি। সততা, ত্যাগ ও নৈতিকতার প্রশ্নে আমি কখনো আপস করবো না। শহীদ জিয়ার হাতে গড়া সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের একজন নির্ভীক সৈনিক হিসেবে আমি দেশ ও দলের মর্যাদা রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করে যাবো। ব্যক্তির চেয়ে দল বড়—দলের চেয়ে দেশ বড়—এই আদর্শই আমার পথচলার অনুপ্রেরণা।”চবি ছাত্রদলের নবনিযুক্ত যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শামীম উদ্দীন দায়িত্ব পাওয়ার অনুভূতি জানাতে গিয়ে বলেন এসব কথা।
দীর্ঘ দুই বছরেরও বেশি সময় পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রদলের ৪২০ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন রাউজানের গহিরার দক্ষিণ সর্ত্তা এলাকার কৃতি সন্তান এবং চবি প্রাণীবিদ্যা বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী শামীম উদ্দীন। তিনি বর্তমানে গহিরা স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন এবং দীর্ঘদিন শিক্ষার্থীদের অধিকার রক্ষার আন্দোলনে সক্রিয়।
তিনি আরো বলেন—“এই কমিটিতে অন্তর্ভুক্ত প্রতিটি নেতা-কর্মী আমাদের আশা ও স্বপ্নের প্রতীক। আমরা একসাথে কাজ করবো শিক্ষার্থীদের অধিকার, গণতন্ত্র প্রতিষ্ঠা এবং জাতীয়তাবাদী চেতনা সমুন্নত রাখতে।
ক্যাম্পাসে জ্ঞান, ন্যায় ও স্বাধীনচিন্তার বাতাস প্রবাহিত করতেই আমাদের সংগ্রাম।ছাত্রদলের পতাকা মাথা উঁচু করে বহন করার জন্য আমি বদ্ধপরিকর—এবং যতদিন বেঁচে থাকবো, আদর্শ রক্ষার লড়াই থেকে কখনো পিছু হটবো না।”
২৯ অক্টোবর রাতে চবি ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নছির উদ্দিন নছির স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আলাউদ্দিন মহসিন এবং সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান। তরুণ, মেধাবী ও ত্যাগী ছাত্রনেতাদের অন্তর্ভুক্তিতে ক্যাম্পাসে নতুন উদ্দীপনার সঞ্চার হয়েছে।