দুর্জয় বড়ুয়া:খাগড়াছড়ির দীঘিনালায় সুনামধন্য সার্বজনীন শ্রী শ্রী নারায়ণ মন্দিরে ভোররাতে ধর্মীয় আবেগঘন পরিবেশে শেষ হয়েছে ঐতিহ্যবাহী রাস পূজা। বহু বছরের সুনাম, শুদ্ধাচার ও ভক্ত-সমাগমে এ মন্দিরের রাস পূজা এখন জেলার অন্যতম বড় ধর্মীয় উৎসব হিসেবে পরিচিত। আলোকসজ্জা ও সাজসজ্জায় পুরো মন্দির এলাকা হয়ে ওঠে উৎসবমুখর। স্থানীয়রা জানান, প্রতিবছর এই রাস পূজা দেখতে দেশের বিভিন্ন জেলা থেকেও ভক্তরা এসে থাকেন।
পূজা কমিটির পক্ষ থেকে জানানো হয়, ৫ নভেম্বর অধিবাসের মধ্য দিয়ে শুরু হওয়া এই রাস পূজা উপলক্ষে দীঘিনালা ছাড়াও খাগড়াছড়ির বিভিন্ন উপজেলা থেকে হাজার -হাজার ভক্ত-অনুরাগী অংশ নেন। ভক্তিমূলক সঙ্গীত, নামসংকীর্তন, প্রসাদ বিতরণসহ নানা আচারানুষ্ঠানে বড়দের পাশাপাশি শিশু-কিশোরদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। রাস পূজাকে ঘিরে স্থানীয় ব্যবসা-বাণিজ্যেও প্রাণচাঞ্চল্য দেখা যায়। পুরো উৎসবমুখর পরিবেশে ভক্তরা রাতভর ধর্মীয় অনুভূতিতে মগ্ন ছিলেন।
তারা আরও জানান, ভক্তদের নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনায় প্রশাসন ও স্বেচ্ছাসেবীরা সহযোগিতা করেছে। শৃঙ্খলা রক্ষায় মন্দির এলাকায় বিশেষ নজরদারির ব্যবস্থাও ছিল। শান্তিপূর্ণ পরিবেশে রাস মহোৎসব সফলভাবে সম্পন্ন হওয়ায় পূজা কমিটি ভক্ত-অনুরাগী ও সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে এবং আগামীতেও আরও বৃহৎ আয়োজনে রাস পূজা পালনের আশাবাদ ব্যক্ত করেছে। স্থানীয়দের দাবি, সুনাম ধরে রাখতে সরকারি পৃষ্ঠপোষকতা পেলে উৎসবটি আরও বর্ণিল হয়ে উঠবে।