
দীঘিনালা প্রতিনিধি | দূর্জয় বড়ুয়া
পাহাড়ের বুকে শীতের আমেজ, তার মধ্যেই ফুটবলের উত্তাপ। খাগড়াছড়ির দীঘিনালায় উৎসবমুখর পরিবেশে পর্দা উঠল ‘তারুণ্যের উৎসব ফুটবল টুর্নামেন্ট–২০২৫’ এর। সোমবার (০১ ডিসেম্বর) বিকেলে উপজেলা অফিসার্স ক্লাব মাঠে যখন রেফারির বাঁশি বাজল, তখন মাঠজুড়ে শুধুই তারুণ্যের উচ্ছ্বাস।
উপজেলা প্রশাসন ও অফিসার্স ক্লাবের যৌথ আয়োজনে এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ ইনামুল হাছান।
সভাপতির বক্তব্যে দীঘিনালা থানার ওসি মো. জাকারিয়া বলেন, “তারুণ্যের শক্তিকে সঠিক পথে রাখতে খেলার মাঠের বিকল্প নেই। এই টুর্নামেন্ট এলাকায় সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করবে।”
উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি ইউএনও মুহাম্মদ ইনামুল হাছান তরুণদের মাদকের অন্ধকার জগত থেকে আলোর পথে থাকার আহ্বান জানান। তিনি বলেন, “সুস্থ দেহ ও সুন্দর মন গড়তে খেলাধুলাই শ্রেষ্ঠ মাধ্যম। যুবসমাজকে বিপথগামী হওয়া থেকে রুখতে এমন আয়োজন নিয়মিত হওয়া প্রয়োজন।”
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর ও অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক মুহাম্মদ মাইনুদ্দিন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কামরুজ্জামান সুমন এবং দীঘিনালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম বদিউজ্জামান।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া কমিটির সদস্য আলমগীর হোসেন, ক্রীড়া সংগঠক মনির আহমেদ (মনু) ও মারুফ খান। উদ্বোধনী ম্যাচ ঘিরে স্থানীয় দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।