
ডেক্স নিউজ
গণতান্ত্রিক ও মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপি ১৭ বছর ধরে আন্দোলন করে যাচ্ছে । আগে বলছি এখনও বলছি , এ আন্দোলন ক্ষমতায় যাওয়ার জন্য না, এ আন্দোলন জনগণের মৌলিক অধিকার, কথা বলার অধিকার, ভোটের অধিকার, বাঁচার জন্যই আমাদের এ আন্দোলন।
সোমবার (১১ মার্চ) দুপুরে রাজধানী শাজাহানপুরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস তার নিজ বাসায় এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।
সরকার ভয়ে আছে জানিয়ে তিনি বলেন, বিশ্বব্যাপী পরিচিত, সরকার একটা ডামি নির্বাচন করে ক্ষমতায় এসেছে।
দুর্নীতি, লুটপাটের কারণে সরকারের কাছে দেশটা একটা স্বর্গ রাজ্যে পরিণত হয়েছে। আসলে ব্যাপারটা কিন্তু তা নয়। দেশটা এখন বিপদের আমাদের এ আন্দোলন চলবে, এ আন্দোলন থেমে থাকবে না। আমরা না পারি আর কেউ করবে, আন্দোলন হবেই।