
শরীয়তপুর প্রতিনিধি
শরীয়তপুরের সদর উপজেলার বিনোদনপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চার বছর বয়সী সুমাইয়া নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (১৬ মার্চ) আজ সকালে শরীয়তপুর সদর উপজেলার বিনোদপুর ইউনিয়নের কাজী কান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সুমাইয়া (৪) বছর বিনোদপুর ইউনিয়নের কাজী কান্দি গ্রামের মানিক কাজী ও রুবিনা বেগম দম্পতির মেয়ে।
স্বজনরা জানান, শনিবার সকালে পরিবারের সবাই কাজে ব্যস্ত ছিলেন। একপর্যায়ে সুমাইয়া ঘরে থাকা বৈদ্যুতিক সুইচের সংস্পর্শে আসলে বিদ্যুতায়িত হয়ে পড়ে। পরে স্বজনরা অচেতন অবস্থায় সুমাইয়াকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি মেজবাহ উদ্দিন আহাম্মেদ বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিশুর মৃত্যুর খবর পেয়েছি। খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।