ঢাবির গ-ইউনিটের প্রথম স্থান অধিকার করায় অথৈ ধর কে সংবর্ধনা

সুব্রত দাশ(প্রতিনিধি)

ঢাকা বিশ্ববিদ্যালয় ২০২৪ ইং শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের  ব্যবসায় ইউনিটের-গ বিভাগের ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করায় বাসন্তী বালিকা উচ্চ বিদ্যালয়ের  হতে এস.এস.সি পাস করা  ছাত্রী অথৈ ধরকে ০৭-০৫-২৪ ইং বিদ্যালয়ের পক্ষ থেকে সংবর্ধনা, ক্রেস্ট ও বৃত্তি প্রদান করা হয়।

এতে বাসন্তী বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি বাবু অলক কুমার দাশের সভাপতিত্বে ও  সহকারী প্রধান শিক্ষক বাবু অঞ্জন মহাজনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে জনাব অহিদুল আমীন মুখ্য আলোচক হিসেবে এডভোকেট উত্তম কুমার রায়, প্রধান শিক্ষক রুপন কুমার পাল, জনাব নুরুজ্জামান হাওলাদার, কৃতি শিক্ষার্থী অথৈ ধরসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা বৃন্দ বক্তব্য প্রদান করেন। এ সময়  আরো উপস্থিত ছিলেন পরিচালনা পরিষদের অভিভাবক সদস্য মনি চৌধুরী ও রুবী রানী দেবী সহ প্রমুখ।