পিকআপ ও সিএনজির মুখোমুখি সং*ঘর্ষ

দীঘিনালা, প্রতিনিধিঃ- দূর্জয় বড়ুয়া

খাগড়াছড়ি ও দীঘিনালা সড়কের ভৈরফা এলাকায় পর্যটকবাহী পিক-আপ ও সিএনজির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে করে ৬ আহত হয়েছে বলে জানা যায়।

আজ বুধবার দুপুর দেড়টার দিকে সাজেক হতে খাগড়াছড়ি গামী পর্যটকবাহী সাদা পিকআপ ও স্থানীয় যাত্রী নিয়ে দীঘিনালা গামী সিএনজি সড়কের ভৈরফা এলাকায় আসলে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে করে ৬ জন আহত হয়েছে।

আহত‘রা হলেন, দীঘিনালার সুবাহু চাকমা‘র ছেলে সিনজি চালক প্রিয়তম চাকমা(৩৫), খাগড়াছড়ি সদর এলাকার স্নেহ কুমার চাকমা‘র ছেলে সুমেন্তু চাকমা(৩০), মহালছড়ির গুবিন্তু চাকমার মেয়ে জিনা চাকমা(৩৪), দীঘিনালার এন্টু চাকমা‘র ছেলে পূর্ণ চাকমা(৩৫), মানিকছড়ির গাড়ীটানা এলাকার মৃত আহাদ আলী‘র মেয়ে ফজিলা খাতুন, মাইসছড়ির সুলেন্টু চাকমা‘র মেয়ে তিশা চাকমা।

দীঘিনালা সিএনজি সমিতির লাইনম্যান বিকাশ চাকমা জানান, আমাদের সমিতির সিএনজি ও সাদা পিকআপের সাথে ‍মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে করে সিএনজি চালকসহ ৬ জন আহত হয়েছে।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাকারিয়া জানান, দীঘিনালায় সিএনজি ও পিকআপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। আহতদের স্থানীয়দের সহযোগীতায় খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। দীঘিনালা থানা ‍পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সড়কের যান চলাচল স্বাভাবিক রেখেছে।